সাইফুল ইসলাম তালুকদার, চুনারুঘাট উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম আনুষ্টানিকভাবে এ ঘোষনা দেন।
এ উপলক্ষে উপজেলা সদরের এনামুল হক মোস্তফা শহিদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম। প্রধান অতিথির বক্তব্যে সাবিনা আলম বলেন, আজ থেকে চুনারুঘাট উপজেলাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষনা করা হলো। এই ঘোষনার মাধ্যমে আর কোন বাল্য বিয়ে হতে দেয়া হবেনা। যারা বাল্য বিয়ের সঙ্গে সম্পৃক্ত থাকবেন তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেয়া হবে। তিনি বাল্য বিবাহের কুফল সর্ম্পকে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার,পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, মাধ্যমিক শিক্ষা অফিসার শামছুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ছামাদ, চুনারুঘাট থানার ওসি (তদন্ত) ইকবাল হোসেন ।
বক্তব্য রাখেন-হাজী আলিম উল্লাহ আলিয়া মাদ্রসার প্রিন্সিপাল একে আফছার আহমেদ, নরপতি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আউয়াল, দেওরগাছ ইউপির চেয়ারম্যান শামছুন নাহার, সদর ইউপির চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, উবাহাটা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব রজব আলী, কাজী মুখলেছুর রহমানসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী, সুশিল সমাজের ব্যক্তি বর্গ।