সদ্য সমাপ্ত ৮ম বিপিএলের মাঝপথে সতীর্থের ওপর চটে গিয়ে তাকে ধাক্কা মেরেছিলেন মুশফিকুর রহিম। গত ১১ ফেব্রুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল মুশফিকের খুলনা টাইগার্স। ওই ম্যাচে লিটন দাসের ক্যাচ ছাড়ায় খালেদ আহমেদের ওপর চটে গিয়েছিলেন মুশফিক। পরে লিটন আউট হওয়ার উদযাপনের সময় খালেদকে তিনি ঠেলে দূরে সরিয়ে দেন।
এবার একই ঘটনা দেখা গেল পাকিস্তান সুপার লিগে।
পেশোয়ার জালমির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নেমেছিল লাহোর কালান্দার্স। লাহোরের বোলার হারিসের দ্বিতীয় ওভারে হজরতউল্লাহ জাজাইয়ের ক্যাচ ফেলেন কামরান গুলাম। যদিও সেই ওভারেই জাজাইকে আউট করেন হারিস। উইকেট পাওয়ার পর সবাই যখন উল্লাস, করছেন তখনই দেখা যায়, হারিস তার সতীর্থ গুলামকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন। চড় খেয়ে অবশ্য পাল্টা কিছু বলেননি গুলাম। তিনি বরং ভাল বল করার জন্য হারিসকে শুভেচ্ছা জানান।
ওই সময় হারিসের মুখ দেখে বোঝা যাচ্ছিল, তিনি ক্যাচ ফস্কানোর বিষয়টি তখনও মেনে নিতে পারেননি। এই ঘটনায় শুরু হয়েছে বিতর্ক। হারিসের সমালোচনা করছেন সমর্থকরা। তাদের দাবি, খেলায় ক্যাচ হাতছাড়া হতেই পারে। তার মানে এই নয় যে, কেউ অন্যের গায়ে হাত তুলতে পারবেন। হারিসের শাস্তির দাবি করেছেন অনেকে। এত কিছুর পরেও অবশ্য ম্যাচ জিততে পারেনি লাহোর। হেরে গেছে ২ উইকেটে।