ডারবানে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাট করছেন বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসান জয়। এরই মধ্যে টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে হাঁকিয়ে ফেলেছেন শতক। টেস্ট ক্রিকেটে এটি জয়ের প্রথম শতকও।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্টে দেশ ও দেশের বাইরে এত দিন বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ৭৭ রানের, যা এসেছিল মমিনুল হকের ব্যাট থেকে।
এবার মমিনুলকে ছাড়িয়ে গেলেন জয়।
প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২৩৫ রান। মাহমুদুল হাসান জয় ২৬৯ বলে ১০টি চার ও একটি ছক্কায় ১০০ রানে অপরাজিত আছেন। মেহেদী হাসান মিরাজ খেলছেন ১০ রানে। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো ১৩২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ, হাতে আছে মাত্র ৩টি উইকেট।
এর আগে ৪ উইকেটে ৯৮ রান নিয়ে আজ তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাইট ওয়াচম্যান তাসকিন আহমেদ (১) ফিরে যান দিনের শুরুতেই। এর পরই দলের হাল ধরেন জয় ও লিটন। দুজনে গড়েন ৮২ রানের জুটি। লিটন সাজঘরে ফেরেন ৪১ রানে। দলীয় ২১৬ রানে রান আউটের শিকার হন ২২ রান করা ইয়াসির আলী রাব্বি। এরপর দলের হাল ধরেছেন মাহমুদুল হাসান জয় ও মেহেদী হাসান মিরাজ।