বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের গাবতলা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী দেলোয়ার হোসেনের সবজিক্ষেতের বেড়ার জালে আটকা পড়েছিল অজগরটি। ১০ ফুট লম্বা এবং ১২ কেজি ওজনের এই অজগরটি আজ শনিবার বিকেল ৪টার দিকে উদ্ধার করেন ওয়াইল্ড টিমের সদস্যরা। পরে সুন্দরবনে অবমুক্ত করা হয় সাপটি।
উদ্ধারকারী ওয়াইল্ড টিমের সদস্য মো. সোলায়মান হোসেন জানান, খবর পেয়ে দেলোয়ার হোসেনের সবজিক্ষেতের বেড়ার জাল থেকে অজগরটি উদ্ধার করা হয়।
সাপটি এমনভাবে জালে জড়িয়েছিল, তা থেকে ছুটে যাওয়ার কোনো উপায় ছিল না। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন হাওলাদার জানান, দেলোয়ারের বাড়ি বলেশ্বর নদের পারে বেড়িবাঁধের বাইরে এবং সুন্দরবন থেকে খুব কাছে। হয়তো অজগরটি সুন্দরবন থেকে বলেশ্বর নদ সাঁতরে ওই বাড়িতে উঠে এসেছে। বাড়ির লোকজন সাপটি না মেরে প্রাণীর প্রতি মমত্ববোধের পরিচয় দিয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী স্টেশন কর্মকর্তা (এসও) মো. সাদিক মাহমুদ জানান, অজগরটি ওয়াইল্ড টিমের সদস্যরা উদ্ধার করেছেন। ১০ ফুট লম্বা এবং ১২ কেজি ওজনের সাপটি বিকেল ৫টার দিকে স্টেশনসংলগ্ন বনে অবমুক্ত করা হয়েছে।