রাজধানীর লালবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের দেড় ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ৬ মিনিটের দিকে লালবাগ থানার শহীদনগর বউবাজারের ৪ নম্বর গলিতে একটি টিনশেড প্লাস্টিক কারখানা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার।
তিনি বলেন, ‘দুপুর ১২টা ৬ মিনিটের দিকে শহীদনগর বউবাজারের ৪ নম্বর গলিতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ১২টা ১৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। মোট সাতটি ইউনিট পাঠানো হয়েছে। ’