কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমাজের উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৫ মে (রবিবার) নাগেশ্বরী আদর্শ পাইলট একাডেমি বিদ্যালয়ে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টায় শেষ হয়। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই ৩টি পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বীতা করেন। এতে “ছাতা প্রতীকে” সভাপতি পদে ৩শ ৬৩ ভোট পেয়ে বুড়ির ছড়া ভিতরকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আতাউর রহমান খোকা, “মই প্রতীকে” সাধারণ সম্পাদক পদে ৩শ ২২ ভোট পেয়ে নেওয়াশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এমদাদুল হক’ এবং “হরিণ প্রতীকে” সাংগঠনিক সম্পাদক পদে ৭শ ২ ভোট পেয়ে গোপালপুর ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল মতিন নির্বাচিত হয়েছেন।
বিজয়ীদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সভাপতি পদে গোলাম মোস্তফা ভুট্টু “আনারস” প্রতীক পেয়েছে ২শ ৯৪ ভোট, সাধারণ সম্পাদক পদে শাহিনুর আলমের “বই” প্রতীক ২শ ৪৯ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে শাসুন্নাহার শিমু “মাছ” প্রতীক পেয়েছে ১শ ৩২ ভোট।
নির্বাচনে মোট ৯শ ১ জন ভোটারের মধ্যে ৮শ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।