শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে এখন হারের মুখে আছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে যথারীতি সেই পুরনো ব্যাটিং ধসে স্বাগতিক শিবির টালমাটাল। ৪ উইকেটে ৩৪ রান নিয়ে গতকাল চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ। আজ শুক্রবার ম্যাচের পঞ্চম দিনের প্রথম ঘণ্টা ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং।
সেই চ্যালেঞ্জ উতরে যেতে পারলেন না মুশফিকুর রহিম। কাসুন রাজিথার বলে সরাসরি বোল্ড হয়ে গেলেন ৩৯ বলে ২৩ রান করা ‘মি. ডিপেন্ডেবল’। দলীয় ৫৩ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ।
১৪১ রানে পিছিয়ে থেকে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৫০৬ রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমে গতকাল বৃহস্পতিবার শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। ২৩ রানের মধ্যেই নেই হয়ে যায় ৪ উইকেট! দলীয় ১৫ রানে ওপেনার তামিম ইকবালকে দিয়ে শুরু। প্রথম ইনিংসের মতো তিনি এবারও ডাক মারেন। এরপর একে একে আউট হয়ে যান নাজমুল হোসেন শান্ত (২), মাহমুদুল (১৫) এবং অধিনায়ক মুমিনুল হক (০)। ৪ উইকেটে ৩৪ রান নিয়ে গতকাল চতুর্থ দিন শেষ করেছিল বাংলাদেশ।