বরিশাল নগরীর বান্দরোড এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় বান্দরোডের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নগরীর বাজার রোড এলাকার উত্তম সাহার ছেলে সুদীপ্ত সাহা (২৩) ও বান্দরোড এলাকার দিলীপ সাহার ছেলে অন্তু সাহা হৃদয় (২২)। সুদীপ্ত সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অনার্সের ছাত্র ছিলেন।
আর অন্তু পড়তেন ইনফ্রা পলিটেকনিক ইন্সটিটিউটে।
কোতয়ালী মডেল থানার ওসি আজিমুল করিম জানান, মোটরসাইকেলটি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে থেকে আমতলা মোড়ের দিকে যাচ্ছিল। এসময় বেপরোয়া গতির কারণে তা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটির ওপর আছড়ে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকের মাথা থেতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর আরোহীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কিছুক্ষণ পর সেখানে তার মৃত্যু হয়। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। যে কারণে চালক নিয়ন্ত্রণ হারায় এবং বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে।