ইউনিসেফ বাংলাদেশের সার্বিক সহায়তায় বাংলাদেশ সরকার প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (MoYS) এর নেতৃত্বে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা সংক্রান্ত 16 দিনের অ্যাক্টিভিজম ক্যাম্পেইন পালন করার সিদ্ধান্ত নিয়েছে।
সেই অনুযায়ী কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার বড়ভিটা ইউনিয়নের বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ সকাল ১১ টা থেকে দুপুর ৩ টা পর্যন্ত ৭ম দিনের কার্যক্রম পালন করা হয়, কার্যক্রমে শিক্ষার্থীদের নিয়ে ফুটবল, ব্যাটমিন্টন ও কাবাডি খেলার আয়োজন করা হয়।
উক্ত কার্যক্রমে অতিথি হয়ে উপস্থিত ছিলেন মওকা ও ইউনিসেফের ভি,এ,সি,ডব্লিউ প্রোগ্রাম কোর্ডিনেটর কাথী হেলেন রুনা ও ফেরদৌসী সুলতানা, বড়ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাফফর হোসেন মিয়া প্রমুখ।
উল্লেখ্য দেশের ২৫ টি জেলায় তিন ধাপে পালিত এ সক্রিয়তা অভিযানের প্রতিপাদ্য ছিল, “নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময়।এ কর্মসূচি পালনে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে এক্সপ্রেশন লিমিটেড ও মাঠপর্যায়ে বাস্তবায়ন করছে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ।