আসমানের আয়োজন টিমের আয়োজনে মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় ফ্রি ব্লাড গ্রুপিং ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
সমবার (২৬ডিসেম্বর) নাগেশ্বরী উপজেলার ৩ নং বামনডাঙ্গা ইউনিয়নের আয়নালের ঘাট সংলগ্নে এই আয়োজন করেন সংগঠন দুটি, এসময় রক্তদানে সচেতনতা নিয়ে সেমিনার পরিচালনা করেন মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ সাদিকুল ইসলাম সোহেল।
আসমানের আয়োজন টিমের প্রতিষ্ঠাতা তানজিব সাজিদ বলেন,বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অসহায় মানুষগুলো শীত বস্ত্র না থাকায় হাড় কাঁপানো শীতে কাবু হয়ে পড়ে তাই শীতার্ত মানুষের কষ্ট থেকে পরিত্রাণের জন্য আমাদের এই আয়োজন।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুঈনুল উম্মাহ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর আলম মতি সরকার, আসমানের আয়োজন টিমের টিম লিডার ইশতিয়াক উদ্দিন,মোহাম্মদ ওমর,মেহেদী হাসান মাসুদ,সাকিব হাসান,মোবাশ্বের, মেহেদী হাসান প্রমুখ।
ফ্রি ব্লাড গ্রুপিং এর সার্বিক সহযোগিতায় ছিলেন এনটি রুহুল আমিন মাসুদ,রাশেদ,লিটু,সাহিনুর রহমান বাবু।