আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি সৌদি ক্লাব আল হিলালের রেকর্ড ৪০০ মিলিয়ন চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন আগেই। গত ৫ জুন বার্সেলোনার সভাপতি হুয়ান লাপোর্তা ও মেসির বাবা এজেন্ট হোর্হে মেসি বৈঠক করেন। বৈঠক শেষ করে মেসির বাবা জানিয়েছিলেন, তার ছেলে বার্সাতেই ফিরবে। কিন্তু সবাইকে অবাক করে মেসি গতকাল ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেবেন।
সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকার এমএলএস ক্লাব ইন্টার মায়ামিতে যোগদানের খবর নিশ্চিত হলেই সাবেক ক্লাব বার্সেলোনা বিবৃতিতে মেসিকে শুভকামনা জানায়। বিবৃতিতে বার্সা উল্লেখ করে, দুদিন আগেই ক্লাবকে মেসির বাবা জানিয়ে দেন, মেসি ইন্টার মায়ামিতে যাচ্ছে।
মেসিকে বার্সায় ফেরাতে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে বিবৃতিতে জানিয়েছে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। হুয়ান লাপোর্তা মেসির সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে বলেন, মেসি কম চাহিদাসম্পন্ন ও কম চাপের লিগে খেলতে চান। মেসি পাদপ্রদীপের আলো থেকে দূরে রাখতে চান নিজেকে। বিগত বছরগুলোতে অতিরিক্ত চাপের মধ্যে ছিলেন বলেও উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, বার্সা সমর্থকদের কাছ থেকে মেসিকে উপর্যুক্ত বিদায় জানাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন সভাপতি লাপোর্তা ও মেসির বাবা হোর্হে মেসি।
কিন্তু গত সোমবার মেসির বাবা বার্সা সভাপতি লাপোর্তাকে জানিয়ে দেন, ইন্টান মায়ামিতে যাচ্ছেন মেসি। তিনি বলেন, কাতালান ক্লাব থেকে দ্রুত প্রস্তাব না দেওয়ায় বার্সার প্রতি বিরক্ত সাবেক বার্সা তারকা।
বেশ কয়েক দিন মেসির বার্সায় ফেরা নিয়ে তুমুল গুঞ্জনের মধ্যে বার্সেলোনা কোচ জাভি জানিয়েছিলেন, মেসি বার্সাতেই ফিরতে আগ্রহী। আরও জানান, মেসির ওপরই নির্ভর করছে বার্সায় ফেরা।
মেসি গতকালই জানিয়ে দেন, বার্সায় ফিরতে উদগ্রীব হলেও অতীতের ঘটনার মতো পরিস্থিতির আর সম্মুখীন হতে চান না।