শাকিব খান আর অপু বিশ্বাসের গল্পটা এখন প্রাক্তন স্বামী-স্ত্রীর। সন্তান জয়কে ঘিরে কদাচিৎ দেখা-সাক্ষাৎ হলেও দুজন দুই ভুবনের বাসিন্দা। নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িও কম হয়নি। সে যাই হোক, আসন্ন ঈদুল আজহায় মুখোমুখি হচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস। তবে এই মুখোমুখি ব্যক্তিগত জীবনের কোনো দ্বন্দ্ব ঘিরে নয়, তারা মুখোমুখি হবেন নিজেদের সিনেমা নিয়ে।
ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ও অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’। সরকারি অনুদানের ছবিটির প্রযোজকও অপু বিশ্বাস। জানা গেছে, ‘লাল শাড়ি’ সিনেমার সব ধরনের কাজ শেষ। আগামী সপ্তাহের শুরুতেই সেন্সরে সিনেমাটি জমা দেবেন অপু। সেন্সর ছাড়পত্র পেলেই ঈদে মুক্তি পাবে সিনেমাটি। কালবেলাকে এমনটাই জানিয়েছেন ‘লাল শাড়ি’র পরিচালক বন্ধন বিশ্বাস।
এদিকে ঈদে মুক্তির তালিকায় রয়েছে আরও কয়েকটি সিনেমা। তবে শাকিব খানের ‘প্রিয়তমা’ ছাড়া আর কোনো ছবিকেই পরোয়া করছেন না অপু বিশ্বাস। তিনি বলেন, ‘ঈদে যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, তার মধ্যে কমার্শিয়াল সিনেমা বলতে যা বোঝায় তা শুধু শাকিব খান অভিনীত প্রিয়তমাই। বাকি আর কী কী সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, তা নিয়ে আমি একদমই চিন্তিত নই। যে কারণে আমি আগামী সপ্তাহের শুরুতেই আমার প্রযোজিত লাল শাড়ি সিনেমাটি সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেব।’
অপু বিশ্বাস আরও বলেন, ‘আশা করছি, সিনেমার সেন্সর পেয়ে যাব। যদি ঠিকঠাকভাবে সেন্সর ছাড়পত্র পেয়ে যাই, তাহলে কোরবানির ঈদেই সিনেমাটি মুক্তি দেব।’
সিনেমা মুক্তি দেওয়ার জন্য সবকিছু গুছিয়ে এনেছেন উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘ধীরে ধীরে সবকিছুই গুছিয়ে এনেছি। আমার সঙ্গে যারা ছিলেন, তারাও আমার পাশে আছেন; আমাকে সাহস দিচ্ছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। যে কারণে আমি আরও আশাবাদী হয়ে উঠেছি। আশা করছি, শিগগিরই সিনেমাটি মুক্তি দিতে পারব।’
গত ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পায়নি। কারণ হিসেবে পরিচালক কালবেলাকে বলেন, ‘আমরা সিনেমাটি গত ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কিছু কাজ বাকি থাকায় আর সম্ভব হয়ে ওঠেনি। আশা করছি, ঈদুল আজহায় ছবিটি মুক্তি দিতে পারব।’
সিনেমাটিতে অপু বিশ্বাসের নায়ক সাইমন সাদিক। আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দোয়েল ও সোমাসহ অনেকে। উল্লেখ্য, বন্ধন বিশ্বাসের পরিচালনায় এর আগে অপু বিশ্বাস ‘ছায়া বৃক্ষ’ নামে একটি সিনেমায় অভিনয় করেছেন।