রাজধানীর মেরুল বাড্ডায় একটি বাসা থেকে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জুন) ভোরের দিকে ঘটনাটি ঘটে। পুলিশের ধারণা, তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ জন্য স্বামী সেলিমকে আটক করেছে পুলিশ।
ভোরে মা বৃষ্টি আক্তার ও মেয়ে সানজা মারওয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. সাদেক।
তিনি বলেন, খবর পেয়ে রাত ৩টার দিকে আমরা সেখানে যাই। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসক মা ও মেয়েকে মৃত ঘোষণা করেন।
স্বামী সেলিম দাবি করেছেন, মা-মেয়ে বিষপান করে আত্মহত্যা করেছে। এদিকে চিকিৎসক বলছেন, বিষপানের কোনো আলামত তাদের মধ্যে ছিল না। এ জন্য প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।