আফগানিস্তানের বিপক্ষে ব্যাট করত নেমেছে বাংলাদেশ। দলীয় ৫ রানের মাথায় আফগান পেসার নিজাত মাসুদের বলে শূন্য রানে ফিরেছে ওপেনার জাকির হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত, বাংলাদেশ ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ৪৫ রান করেছে। জয় ১১ রানে এবং শান্ত ২৪ রানে ব্যাট করছে।
আফগান অধিনায়ক হাসমাতুল্লাহ সাহিদি টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ে করার সিদ্ধান্ত নেন। তামিমের ইনজুরিতে জাকির হাসানের সঙ্গে ওপেন করতে নামেন মাহমুদুল হাসান জয়।
প্রায় চার বছর পর আবারো সাদা পোশাকের ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। ঘরের মাঠে জয়ের বিকল্প অন্য কিছু ভাবছে না স্বাগতিকরা। অন্যদিকে, জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আফগানিস্তান। সাকিব না থাকায় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার লিটন কুমার দাস।
টাইগার বাহিনীর তুলনায় কিছুটা এগিয়ে আফগানদের মনোবল। গতবার বাংলাদেশ সফরে অলরাউন্ডার রশিদ খানের স্পিনবিষে বড় জয়ের দেখা পেয়েছিল আফগানিস্তান। তবে আজ শুরু হতে যাওয়া টেস্টে আফগানিস্তানের বিপক্ষে ঘুরে দাঁড়াতে প্রস্তুত লিটন দাসের দল। ২২৪ রানে জয়ী ওই টেস্টের নায়ক রশিদ খান ইনজুরিতে থাকায় কিছুটা স্বস্তিতে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
আফগানিস্তান একাদশ ইব্রাহিম জাদরান, আবদুল মালিক, রহমত শাহ, হাসমাতুল্লাহ সাহিদি, নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, আমির হামজা,জহির খান, নিজাত মাসুদ ও ইয়ামিন আহমাদজাই