রামগঞ্জ থানার এ এস আই মহসিন খানের হঠাৎ বদলির আদেশে বর্তমানে দেশের সবচাইতে জনপ্রিয় ও শক্তিশালী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকসহ সাধারন জনগনকে ব্যাপকভাবে হতাশা প্রকাশ করতে দেখা যায়। এর একমাত্র কারন এ এস আই মহসিন চৌধুরী বিভিন্ন সময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ওয়ারেন্টভুক্ত আসামী, তালিকাভূক্ত সন্ত্রাসী, মাদকব্যাবসায়ীদের গ্রেফতার করে রামগঞ্জ বাসীর মধ্যে স্বস্তি ফিরে আনে।কিন্তু
অপরাধীদের জন্য শত্রু হয়ে যায়।তারা প্রকাশ্যে চলাফেরা
অনেকটা দুরহ হয়ে উঠে।আর তারা উঠে পড়ে লাগে এ এস আই মহসিন খানকে রামগঞ্জ থানা থেকে বদলি করার জন্য। গত ৩১ আগষ্ট সংশ্লিষ্ট
মন্ত্রনালয় থেকে রামগঞ্জ থানার এ সফল এ
এস আই মহসিন খানকে সিলেটে বদলির
আদেশ সংক্রান্ত একটি চিঠি রামগঞ্জ থানার অফিসার
ইনচার্জ মোহাম্মদ তোতা মিয়ার নিকট আসলে
উপজেলার হাজার হাজার সাধারন মানুষ হতাশ হয়ে
পড়ে। অনেকই জানান, এ এস আই মহসিন খান
রামগঞ্জ থানা থেকে অন্যত্রে বদলি হয়ে
গেলে সন্ত্রাসী, মাদক বিক্রেতারা আবার
মাথাছাড়া দিয়ে উঠবে। আমরা প্রশাসনকে অনুরোধ করছি এ এস আই মহসিন খানকে
অন্যত্রে বদলি না করে আরো কিছুদিন এ
থানাতে রাখার জন্য।
এ ব্যপারে সদ্য বদলির আদেশ পাওয়া এ এস আই
মহসিন খান কিছু বলতে রাজি হয়নি।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ
তোতা মিয়া জানান, এ এস আই মহসিন খানকে
বদলির একটি আদেশ পুলিশ হেডকোয়ার্টার
থেকে পেয়েছি। আমাদের বদলি
চাকুরী, যেখানে অর্ডার করা হয় সেখানেই
যেতে হবে।