বাংলানিউজটুয়েন্টিফোরডটকম ও ৭১ টিভির জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টায় রামগঞ্জ পৌর শহরের পুলিশ বক্স চৌরাস্তায় রামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যেগে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
পরে প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিক নাদিম ও তার পরিবারের জন্য দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি মাহমুদ ফারুকের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক নবচেতনা প্রতিনিধি মনির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি জাকির হোসেন পাটোয়ারী, সহ সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি সাখাওয়াত হোসেন সাকা, কোষাধ্যক্ষ ও দৈনিক সংবাদ প্রতিনিধি এমরান হোসেন পাটোয়ারী, দপ্তর ও প্রচার সম্পাদক ও দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহিরুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ও দৈনিক নতুন দিন প্রতিনিধি তামজিদ হোসেন রুবেল, সদস্য ও বিডি প্রেস প্রতিনিধি ডাক্তার আরমান খাঁন, দৈনিক ভোরের সময় প্রতিনিধি হাসানুর জামান, এশিয়ান টেলিভিশনের রামগঞ্জ প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক নাগরিক ভাবনা প্রতিনিধি মোহাম্মদ আলী, দৈনিক গণজাগরন প্রতিনিধি সোহেল হোসেনসহ স্থানীয়রা।