ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে আগামী দু-এক মাসের মধ্যে পদত্যাগ করতে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
তিনি বলেন, ‘অবৈধ সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে দেশের জনগণ জেগে উঠেছে। দু-এক মাসের মধ্যে তীব্র গণ-আন্দোলন করে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।’
শনিবার (১৭ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
দুদু অভিযোগ করেন, ‘এই আওয়ামী লীগ সরকার কর্তৃতবাদী সরকার। অলিখিতভাবে দেশে বাকশাল প্রতিষ্ঠিত করেছে। পুলিশকে রক্ষী বাহিনীতে পরিণত করেছে। প্রশাসনকে নিজেদের কবজায় নিয়ে যা খুশি তাই করছে। কোনো দেশের সরকার দেশের টাকা এভাবে লুটপাট করতে পারে, তা বাংলাদেশের দিকে না তাকালে বোঝা যাবে না। বাংলাদেশ থেকে তারা ১৪ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।’
তিনি বলেন, ‘দেশে তীব্র রাজনৈতিক সংকট দেখা দিয়েছে। রাজনৈতিক প্রতিহিংসায় দেশনেত্রী খালেদা জিয়াকে সাজা দিয়ে বন্দি করে রেখেছে। তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন। স্বৈরাচারী এরশাদের পতন ঘটিয়েছিলেন। ১৬ টাকা দরে চাল খাইয়ে ছিলেন। আর শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে বলেছিলেন, ১০ টাকা কেজি চাল খাওয়াবেন, ঘরে ঘরে চাকরি দেবেন। তিনি তার প্রতিশ্রুতি তো রক্ষা করেন নাই, বরং দেশের মানুষকে তিন বেলার জায়গায় এক বেলা খেতে বাধ্য করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নির্বাসিত করে রেখেছেন।’
সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় শামসুজ্জামান দুদু বলেন, ‘সাংবাদিকদের হত্যা করলেই সত্য আড়াল করা যাবে- এমন ভাবলে সরকার ভুল করবে। সাংবাদিকরা সত্যের পথে ন্যায়ের পক্ষে কাজ করছে। বিএনপির সব সময় সাংবাদিকদের পাশে ছিল এবং থাকবে। সব সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচারের দাবি করছি।’
বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির সহ তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা কাদের চৌধুরী, বিএনপির সহশিক্ষাবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী মনি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান, বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা নাজমুল হাসান প্রমুখ।