জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।
রবিবার সকাল দশটায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফা সুলতানা।
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ এবং ফেষ্টুন উড়িয়ে এ টুর্নামেন্ট উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাজিনারা টুনি, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মারুফ আফজাল রাজন, প্যানেল মেয়র নূর হোসেন, থানার সেকেন্ড অফিসার এসআই সুশান্ত কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান, উপজেলা শিক্ষা অফিসার আজিজুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, জেলা আ,লীগের যুগ্ন-সম্পাদক মীর রেজাউল করিম, উপজেলা আ,লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, সাঃ সম্পাদক জিহাদ মন্ডল, বালিঘাটার ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মিছির উদ্দিন মন্ডল, উপজেলা ক্রীড়া সংস্থার সাঃ সম্পাদক এটিএম জাহিদুর রহমান রানা, ক্রীড়া সংগঠক মোজাফ্ফর রহমান সাজা সহ উভয় দলের খেলোয়ার ও সাধারন দর্শক।
এ টুর্নামেন্টে উপজেলার ৮’টি ইউনিয়ন পৌরসভার মোট ৯’টি দল অংশগ্রহন করে।