ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির একটি জমি দখল করে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার এ নিয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, অভিযুক্তের নাম সুপ্রিয় ভৌমিক। তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তিনি সৌরভ গাঙ্গুলির বাটানগরের জমির ভেতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তারক্ষী বাধা দিতে গেলে তাকে হুমকি দেন সুপ্রিয়। এমনকি এফআইআর দায়েরের পরও ওই নিরাপত্তারক্ষীকে ফোন করে আবার হুমকি দেওয়া হয়।
বাটানগরের এ জমিতে একটি স্কুল তৈরির পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অভিনায়কের। সেখানে স্কুল গড়ার প্রস্তুতি চলছে। তার মধ্যে এমন অভিযোগের পর ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত সুপ্রিয়কে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে তারা।
সৌরভের পক্ষে পুলিশের কাছে অভিযোগে বলা হয়েছে, সুপ্রিয় ভৌমিক ওই জমিতে ঢুকে মদ্যপান করতেন। এর আগেও সুপ্রিয় ও তার কয়েকজন বন্ধু গ্রিল কেটে ওই জমিতে ঢোকেন।
তবে পাল্টা অভিযোগ করে সুপ্রিয় ভৌমিক জানান, তিনি নিরাপত্তারক্ষীর কিছু দুষ্কর্মে বাধা দিয়েছিলেন। তাই তাকে ফাঁসাতে এ ‘মিথ্যা’ অভিযোগ আনা হয়েছে।
আনন্দবাজার অনলাইনকে সুপ্রিয় জানান, তিনি পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন। তবে তার দাবি, তিনি কোনো অন্যায় করেননি। সৌরভের যে জমি দখলচেষ্টার অভিযোগ উঠেছে, সেখানে তারা স্থানীয় কয়েকজন আড্ডা দিতেন। ওই নিরাপত্তারক্ষীর সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে জমির গেটের তালা ভেঙে যায়। তারপরেই তার বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করা হয়।