জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিবি)’র আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বাইসাইকেল বিতরণ করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।
বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বয় সোহরাব হোসেন মন্ডল, রাজিনারা টুনি, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল ও বালিঘাটা ইউপির চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব প্রমূখ।
শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থীর মাঝে ২১টি বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি।