আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের মধ্যে বন্ধুত্বটা সবার জানা। বার্সেলোনায় থাকতে এই বন্ধুত্বের সূত্রপাত। ২০২১ সালের কোপা আমেরিকার ফাইনাল শেষে মেসিকে জড়িয়ে নেইমারের কান্না কিংবা ড্রেসিংরুমে দুজনের আড্ডার ছবি ছিল বেশ আলোচিত।
আর্জেন্টিনা ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর মেসিকে শুভেচ্ছা জানিয়ে বার্তাও পাঠিয়েছিলেন ব্রাজিলিয়ান এই তারকা ফুটবলার।
তবে বন্ধুত্বের এসব দৃষ্টান্তও ছাপিয়ে গেছে নেইমারের সাম্প্রতিক এক সাক্ষাৎকারে। সম্প্রতি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম কেইজটিভির পক্ষ থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যদি ছেলে হতো নাম কি রাখতেন? নেইমার অকপটে জানিয়ে দেন ছেলে হলে তার নাম রাখতেন মেসি!
সম্প্রতি নেইমার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই জানান দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন। বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির গর্ভের সন্তান যে মেয়ে হতে যাচ্ছে, তা পরীক্ষা-নিরীক্ষা শেষে বোঝা গেছে গত মাসে। ইনস্টাগ্রাম পোস্টে বিয়ানকার্দি তখন লিখেছিলেন, ‘আমরা এই মুহূর্তটির অপেক্ষায় ছিলাম। কন্যা, তোমাকে সরাসরি দেখার তর সইছে না। তুমি আমাদের সবচেয়ে দুর্দান্ত উপহার।’
এবার কন্যাসন্তানের বাবা হলেও ভবিষ্যতে যদি ছেলের বাবা হন, তবে মেসির নামে তার নাম রাখার কথাই বলতে চেয়েছেন নেইমার।
নেইমার ও মেসির সম্পর্ক অনেকদিন ধরেই ফুটবল ভক্তদের মুগ্ধ করে চলছে।
কাতার বিশ্বকাপে মেসির বিশ্বজয়ের পথে নেইমার প্রেরণা হয়ে ছিলেন, মেসির জয়ে একইরকম খুশি হয়েছেন, তাও বোঝা গেল নেইমারের এই সাক্ষাৎকারে। ‘লিওর সঙ্গে বিশ্বকাপ ফাইনালের আগে কথা হয়েছিল। তাকে বলেছিলাম, ‘আমি ওখানে যেতে পারিনি, এখন তোমাকে বিশ্বকাপটা জিতে আসতে হবে!’ তাকে বলেছি যে আমি তাকে সমর্থন দিয়ে যাচ্ছি। তার ক্যারিয়ারের গল্পটা বিশ্বকাপ ট্রফিতে শেষ হতেই হতো! আমার খুব খুব খুশি লেগেছিল। ওইদিনের পর থেকে ফুটবলও পূর্ণতা পেয়েছে।’