লক্ষ্মীপুরের রামগঞ্জে ৭ হাজার পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে কাঞ্চনপুরের ব্রম্মপাড়া থেকে ইমাম হোসেন (৪৪) ও বাবুল হোসেন (৩৯) সহ দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত বাবুল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর ভূঁইয়া বাড়ির আবুল খায়েরের ছেলে এবং ইমাম হোসেন রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের সাউধেরখিল গ্রামের মজুমদার বাড়ির আবদুর ছাত্তারের ছেলে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৭ হাজার ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে লক্ষ্মীপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।