দিনাজপুরের পার্বতীপুরে হলদীবাড়ি বিদ্যানিকেতনে সম্প্রতি ৩১ সদস্যের বসুন্ধরা শুভসংঘের বিদ্যালয় কমিটি গঠিত হয়েছে। বিদ্যালয়টির একাডেমিক ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. আবু এহিয়া কুসুম।
এতে বক্তব্য দেন সংগঠনের উপজেলা কমিটির প্রধান উপদেষ্টা সংবাদিক আবদুল কাদির ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক মো. ওমর আলী।
নবগঠিত বিদ্যালয় কমিটির প্রধান উপদেষ্টা হয়েছেন আবু এহিয়া কুসুম। এ ছাড়া উপদেষ্টা হয়েছেন সহকারী শিক্ষক মো. আলাল উদ্দিন।
কমিটির অন্যান্য দায়িত্বে আছেন সভাপতি সানজিদা নাহাস শীলা, সাধারণ সম্পাদক ইকতেখার আহমেদ ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ফরাজী। কমিটি গঠনের পরে সকলকে শপথবাক্য পাঠ করান সাংবাদিক আবদুল কাদির।
সারাজীবন শুভকাজে পাশে থাকার জন্য এবং দেশের ও দেশের মানুষের সেবায় নিয়োজিত রাখতে শপথবাক্য পাঠ করানো হয়। সবশেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধানশিক্ষসহ কমিটির সদস্যরা।
উল্লেখ্য, পার্বতীপুরে ৭৫টি হাইস্কুল ও কলেজ রয়েছে। এর মধ্যে কমপক্ষে ২০টি হাইস্কুল ও চারটি কলেজে কমিটি গঠন শেষে নতুন উপজেলা কমিটি গঠন করা হবে।
ইতিমধ্যে দুটি হাইস্কুল কমিটি গঠিত হয়েছে। এইচএসসি পরীক্ষা চলাকালে বিদ্যালয় কমিটি ও পরীক্ষা শেষে কলেজ কমিটি গঠন করা হবে।