নিহত মাজহারুল ইসলাম হচ্ছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাঠলিপাড়া মাতারবাড়ি গ্রামের মো. ইব্রাহিমের ছেলে। তার চার ভাই ও দুই বোন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) ছিল কনের বাড়িতে গিয়ে বিয়ে কার্য সম্পন্ন করে কনে নিয়ে আসার দিন। এ অবস্থায় মাজহারুল কর্মস্থলে গিয়ে ছুটি নিয়ে ফের বাড়িতে চলে আসবে একদিন আগেই। আর এদিকে বিয়ের সকল প্রস্তুতিও শেষ করা হয়।
এরপর থেকে তার মোবাইলে কল গেলেও রিসিভ করেনি। এভাবে পরদিন সকাল থেকে থেমে থেমে কল করা হলেও রিং বাজলেও কেউ রিসিভ করেনি। এ অবস্থায় বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়। এ অবস্থায় গত বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকার নিয়ে কালিয়াকৈরের ওই জায়গায় সন্ধান করলে জানা যায় গত দুই মাস আগে মাজহারুল পুরাতন মেস ছেড়ে অন্যত্র অবস্থান করছে। কিন্তু সঠিক ঠিকানা না পাওয়ায় রাতভর চেষ্টা করেও কোনো সন্ধান করা যায়নি। পরে শুক্রবার দুপুরে সন্ধান পাওয়া যায় হাজীবাড়ি কলোনির একটি মেসের দরজা বাহির থেকে বন্ধ। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় মাজহারুলের দেহ বিছানার ওপর ফাঁসিতে ঝুলে আছে। তার দুই পা বিছানায় লাগানো ছিল। পাশেই একটি বড় ব্যাগে নিজের কাপড়-চোপড় ছাড়াও রয়েছে বিয়ের আরো বাজার। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
খবর পেয়ে নিহত মাজহারুলের বাড়িতে গিয়ে দেখা যায় পুরো বাড়িতে শোকের ছায়া। কান্নার রোল। বাড়িটির চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। ঘরের একটি জায়গায় সাজিয়ে রাখা হয়েছে বিয়ের সব ধরনের সরঞ্জাম। এই গুলি নিয়ে মায়ের আহাজারি চলছে। কোনো শান্তনাই মাকে বুঝাতে পারছে