বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. হায়দার আলী সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছয়টি প্রতিষ্ঠানকে এসব ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- চিস গ্যালারি, পপুলার ট্রেড সিন্ডিকেট, মেসার্স রিপা এন্টারপ্রাইজ, এস এম করপোরেশন, বিডিএস করপোরেশন ও মেসার্স জুনুর ট্রেডার্স।
এর আগে গত সোমবার চার কোটি ডিম আমদানির অনুমতি দেয় সরকার। সেসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ জানান, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে আরও আমদানির অনুমতি দেওয়া হতে পারে।
সচিব বলেন, খুচরা পর্যায়ে বিক্রির জন্য ১২ টাকা দাম নির্ধারণ করা হয়েছে। এরপরও এই দামে বিক্রি হচ্ছে না। এজন্য বাণিজ্যমন্ত্রীর সিদ্ধান্তে আমরা কিছু ডিম আমদানির অনুমতি দেওয়া হয়েছে।
কোথা থেকে আমদানি করা হবে এ বিষয়ে তিনি বলেন, যে কোনো উৎস থেকে তারা ডিম আনতে পারবে। যেখানে দাম কম পাবে, কিংবা যেখান থেকে দ্রুত আনতে পারবে।
আমদানিতে করার ক্ষেত্রে কোনো শর্ত আছে কি না জানতে চাইলে সচিব বলেন, এ ক্ষেত্রে কোনো শর্ত নেই। সুবিধামতো আনবে, যাতে ভোক্তারা কম দামে পান। তবে বিক্রির ক্ষেত্রে সরকার বেঁধে দেওয়া দাম ১২ টাকায় বিক্রি করতে হবে।