আগামী মঙ্গলবার মিরপুরে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে একাধিক পরিবর্তন এনেছে স্বাগতিকরা। লিটন বিশ্রামে থাকায় এই ম্যাচে অধিনায়কত্ব ক
শান্ত ছাড়াও তৃতীয় ওয়ানডে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। রোববার এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টিতে হয় পরিত্যক্ত। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৮৬ রানে হারিয়ে সিরিজে এগিয়ে আছে নিউজিল্যান্ড। শেষ ম্যাচটি জিততে পারলে সিরিজ ড্র করতে পারবে বাংলাদেশ। না হলে ১৫ বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারতে হবে কিউইদের বিরুদ্ধে।
তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, এনামুল হক বিজয়, তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও রিশাদ হোসেন।
রবেন নাজমুল হোসেন শান্ত। লিটনের মতো বিশ্রামে আছেন ওপেনার তামিম ইকবালও।