সাইফুল ইসলাম তালুকদারঃ
রবিবার রাতে হবিগঞ্জ সদর থানার ওসি ইয়াসিনুল হকের নেতৃত্বে এসআই লুৎফুর রহমান, মিজানুর রহমান, সানা উল্লাহ, রকিবুল ইসলাম, পার্থ রঞ্জন চক্রবর্তী, সুমন হাজরা ও এএসআই নাজমুল ইসলামসহ একদল পুলিশ হবিগঞ্জ শহরতলীর আলম বাজার এলাকায় জুয়াড়িদের গ্রেফতার করতে যৌথ অভিযান চালায়। পরিত্যক্ত একটি টিনশেড ঘরে জুয়ার আসরে অতর্কিতভাবে প্রবেশ করে ১৫ জুয়ারীকে গ্রেফতার করে।
আটক জুয়াড়িরা হলো, বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র রেনু মিয়া (৪০) , একই গ্রামের দানিশ মিয়ার পুত্র ধন মিয়া (৩৫), আনোয়ার পুর গ্রামের মৃত আঞ্জব আলীর পুত্র এমএস ইউসুফ (৪৮) ,পুরান বাজারের মৃত তোতা মিয়ার পুত্র সামছু মিয়া (৩০) , নতুন বাজারের আব্দুর রশিদের পুত্র ওয়াহিদ মিয়া (২৫) ,কুশিয়ারতলা গ্রামের ফিরোজ আলীর পুত্র আবুল মিয়া (২৫) , নয়া পাথারিয়া গ্রামের মৃত আহাদ মিয়ার পুত্র আবুল খায়ের (৩০) , কুর্শা খাগাউড়া গ্রামের মতলিব খানের পুত্র জিয়াউল খান (৩৫), পুরান পাথারিয়া গ্রামের আরাফাত আলীর পুত্র শামিম (২৫), নয়া পাথারিয়া গ্রামের আব্দুর রহমানের পুত্র ধলাই মিয়া (৩৫), পুরান পাথারিয়া গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র সমুজ আলী (৩০), একই গ্রামের জলফু মিয়ার পুত্র আব্দাল মিয়া (৩৫), ইউসুফ আলীর পুত্র আরজু মিয়া (৬০), সিপাই মিয়ার পুত্র নুর ইসলাম (৪০) ও ফকির চানের পুত্র দরছ মিয়া (৩০)।
হবিগঞ্জ সদর থানার ওসি মোঃ ইয়াসিনুল হক ১৫জন জুয়ারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান,আলম বাজার এলাকার পরিত্যক্ত একটি ঘরে নিয়মিত জুয়া খেলার আসর বসাতো তারা। তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৬শত টাকা, আট বান্ডেল তাসসহ জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।