অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে দুর্বল জাপান অনূর্ধ্ব-১৯ দলকে ৯ উইকেটে পরাজিত করেছে টাইগার যুবারা। টানা দ্বিতীয় ফিফটিতে ৫৫ রানের অপরাজিত ঝোড়ো ইনিংস খেলেন আশিকুর রহমান শিবলি।
সোমবার (১১ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি গ্রুপ ‘বি’-এর লড়াইয়ে জাপানকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। ২৩২ বল ও ৯ উইকেটে হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে টাইগার যুবারা।
সূর্যোদয়ের দেশটির ১০০ রান তাড়া করতে নেমে ৭১ রানের উদ্বোধনী জুটি গড়েন আশিকুর রহমান শিবলি ও জিশান আলম। মাত্র ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রানে সাজঘরে ফেরেন জিশান। বাকি ২৯ রান তুলে নিয়ে টাইগারদের দ্বিতীয় জয় নিশ্চিত করেন শিবলি ও রিজওয়ান। শিবলি ৪৫ বলে ৮ চারের ৫৫ রানে অপরাজিত থাকেন। প্রতিযোগিতায় এ নিয়ে টানা দ্বিতীয় ফিফটির দেখা পেলেন এই ওপেনার।
দুবাইয়ে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি জাপান। ৪৭.১ ওভারে ৯৯ রানে গুটিয়ে যায় সূর্যোদয়ের দেশটি। দেশটির হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার নিহার পারমার। এই রান করতে ৮০টি বল খেলেছেন জাপান ওপেনার। এর মধ্যে দুটি চার মারেন পারমার। এ ছাড়া কেফার লেক ৩৮ বলে ৩ চারে ১৭ ও কাজুমা স্ট্যাফোর্ড করেন ১৩ রান।
বাংলাদেশের হয়ে মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলাম দুটি করে উইকেট শিকার করেন।