সিলেটে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছে মার্কিন পর্যবেক্ষক দল। শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তিন সদস্যের দলটি নগরীর ধোপাদীঘিরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সে পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে আসে।
দলে রয়েছেন- আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাব ঘোষ ও আইআরআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডেভিড হোগস্ট্রা।