শেখ হুমায়ুন হক্কানী, গাইবান্ধা থেকে ॥ গাইবান্ধার সুন্দরগঞ্জে দুই পায়ের
পরিবর্তে একটি লম্বা লেজের মাংস পিন্ড লেজওয়ালা এক শিশুর জন্ম
দিয়েছেন শাবানা বেগম (২০) নামে এক মা। গত মঙ্গলবার সকাল ৮টার
দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ (নয়াপড়া) গ্রামের শরিফুল
ইসলামের স্ত্রী এ সন্তানের জন্ম দেন। শিশুটির বাবা শরিফুল ইসলাম বলেন,
‘পাঁচ বছর আগে শাবানার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর এটিই ছিল
তাদের প্রথম সন্তান। সকালে তার স্ত্রীর প্রসব বেদনা উঠলে স্থানীয়
মহিলার সাহার্য্যে স্বাভাবিক ভাবেই শিশুটির জন্ম হয়। তবে জন্মের
কিছুক্ষণ পরেই শিশুটি মারা যান। তিনি আরও বলেন, শিশুটির নাক, মুখ,
হাত, চোখ ও কান স্বাভাবিক রয়েছে। তবে দুটি পায়ের পরিবর্তে একটি
লম্বা লেজের মাংস পিন্ড লেজ রয়েছে। এছাড়া শিশুটির প্রসাব ও পায়খানার
কোন রাস্তা ছিল না। এ বিষয়ে উপজেলা আবাসিক মেডিকেল অফিসার
মাইদুল ইসলাম বলেন, জন্মগত ত্র“টির কারণে এ রকম শিশুর জন্ম হয়ে থাকে।