প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও মোটামুটি মানের লক্ষ্যই দিল সফরকারী জিম্বাবুয়ে। ১৩৯ রানের সেই লক্ষ্য বর্তমান ক্রিকেট প্রেক্ষাপটে তেমন বড় কিছু নয়, বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আগমনে এই স্কোরকে নগণ্যই ধরা যায়। বাংলাদেশের কাছেও এই স্কোর স্বল্পই প্রমাণিত হলো। মাহমুদউল্লাহ রিয়াদ-তাওহীদ হৃদয়ের ব্যাটে চড়ে টাইগাররা সহজেই পেরিয়ে যায় নির্দিষ্ট লক্ষ্যে। আর এই জয়ে টি-টোয়েন্টি সিরিজে ২-০ গোলে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।
রোববার (৫ মে) চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সিকান্দার রাজাদের দলের দেওয়া ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ বল হাতে রেখে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় টাইগাররা। বাংলাদেশের পক্ষে তাওহীদ হৃদয়ের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩৭ রান।