‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার ইপিজেড গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগের সাবেক নেতা মহসিন আলম খান কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার চুন্নু মিয়ার ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপআপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মহসিন আলমকে পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
গত বুধবার সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে এই ছাত্রসংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।