সাইফুল ইসলাম তালুকদারঃ
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে সুমি বেগম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সুমি উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের সাহেব আলীর মেয়ে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সুমি বাড়ীর পাশের পুকুরে ডুব দিয়ে আর ভেসে উঠেনি। ঘন্টাখানেক পর তার ভাসমান দেহ পুকুর থেকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ইদ্রিস আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।