মোঃ আশিকুর রহমান(টুটুল),নাটোর জেলা প্রতিনিধি,
মঙ্গলবার নাটোরের লালপুর উপজেলার কুজিপুকুর গ্রামের সাজদার
রহমানের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে আখমাড়াই কাজে
ব্যবহৃত একটি পাওয়ার ক্রাশার (শক্তি চালিত আখমাড়াই কল) জব্দ করা
হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
শফিকুর আলমের ভ্রাম্যমাণ আদালত পাওয়ার ক্রাশার মালিক সাজদার
রহমানের ১হাজার টাকা জরিমানা করেন।
সহকারী কমিশনার (ভূমি) শফিকুর আলম জানান, চিনিকল এলাকায়
আখমাড়াই, গুড় তৈরী ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ অথচ কতিপয়
আখচাষী সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে পাওয়ার ক্রাশার দিয়ে আখ
মাড়াই করছেন এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পওয়ার
ক্রাশার জব্দ ও মালিক সাজদার রহমানকে জরিমানা করা হয়।