সেলিম হায়দার,তালা
সাতক্ষীরার তালায় মাদরা গ্রামে বজ্রপাতে মিলন মন্ডল (১৫) নামের এক
কিশোর নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার পিতা বুধো মন্ডল (৫০)
এবং ছোট ভাই রিপন মন্ডল (১৩)।
ঈদের দিন মঙ্গলবার দুপুর ২টার দিকে মাগুরা ইউনিয়নের দোয়ানিয়া খালে
মাছ ধরার সময় আকষ্মিক বজ্রপাত ঘটলে এই হতাহতের ঘটনা ঘটে।
স্থানীয় মাগুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গনেশ দেবনাথ জানান, মাদরা
গুচ্ছ গ্রামের বাসিন্দা বুধো মন্ডল তার দুই পুত্র মিলন মন্ডল ও রিপন মন্ডলকে
সাথে নিয়ে গলাভাঙ্গা এলাকার দোয়ানিয়া খালে মাছ ধরছিল। মঙ্গলবার
দুপুরে বৃষ্টির সময় আকষ্মিক সেখানে বজ্রপাত হলে মিলন মন্ডল মারা
যায়। এছাড়া মিলনের বাবা বুধো মন্ডল এবং ছোট ভাই রিপন মন্ডল গুরুতর
আহত হয়।