ঝালকাঠি সংবাদদাতাঃ-জাতীয় সংগীত এবং গণ সংগীতের মধ্য
দিয়ে ঝালকুৃাঠিতে বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির (সিপিবি)
১১তম জেলা সম্মেলন শুরু হয়। এ উপলক্ষে শুক্রবার সকাল ১১ টায় স্থানীয়
প্রেস ক্লাবের সামন থেকেৃ এৃকটি র্যালীবের হয়ে শহরের প্রধান
প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে
সংগঠনের জেলা সভাপতি আব্দুল মান্নান এর সভাপতিত্বে
প্রেসক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত হয় প্রথম অধিবেশনে আলোচনা
সভা। এর আগে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠনের উদ্বোধন করেন
সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কমরেড
আহসান হাবিব লভলু। উদ্বোধনী বক্তব্যে জনাব লাভলু বলেন, যে
শ্রমিকদের নিরলস পরিশ্রমে দেশ আজ উন্নয়নের যে যায়গায়
নিয়ে গেছে এই শ্রমিকরা, তারাই নির্যাতনের শিকার। ঈদের
আগেরদিনও ৩৩ জন শ্রমিক আগুনে পুরে মারা যায়, প্রতিটা ঈদে
তাদের প্রান দিতে হচ্ছে। যে কৃষক ফসল ফলায় সে ফসলের ন্যায্য দাম
পাচ্ছে। তিনি আরো বলেন জেএমবি সহ বিভিন্ন আন্তর্জাতিক
সন্ত্রাসি গ্রুপ দেশের উপর হামলা চালাচ্ছে। আমাদের
বঙ্গপসাগরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে এখানে মার্কিন
স¤্রাজ্যবাদের ঘাটি কিম্বা ইরাক, সিরিয়া হবে কিনা এমন
ষড়যন্ত্র চলছে। প্রথম অধিবেশনে অন্যান্যের মধ্যে সংগঠনের
কেন্দ্রীয় কমিটির সদস্য একে আজাদ, ঝালকাঠি জেলা কমিটির
সাধারন সম্পাদক স্বপন সেন গুপ্ত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ
বক্তব্য রাখেন।
ঝালকাঠিতে ফটোগ্রাফির বেসিক কর্মশালা অনুষ্ঠিত
ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠিতে ফটোগ্রাফি নিয়ে বেসিক
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি ফিল্ম এন্ড ফটোগ্রাফি
এসোসিয়েশনের আয়োজন এবং জেলা প্রশাসনের সহযোগিতায়
শুক্রবার দিনব্যাপী ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
কর্মশালা চলে। কর্মশালায় ফটোগ্রাফির বেসিক ধারণা, ছবির
ক্যাপশন এবং নাগরিক সাংবাদিকতার ওপর প্রশিক্ষণ দেয়া হয়।
বিভিন্ন স্কুল ও কলেজ ৩০জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেয়।
সকালে ঝালকাঠি জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরী
কর্মশালার উদ্বোধন করেন।