মিষ্টার আলী মিলন, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় র্যাবের অভিযানে ৩১০ বোতল
ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার
দুপচাঁচিয়ার বিশা গ্রামের ছয়মুদ্দিন’র ছেলে রেজাউল ইসলাম (৪২) ও নজরুল
ইসলামের ছেলে নাজমুল হোসেন (২০)। র্যাব জানায়, অভিযানকালে মৃত গায়েন মন্ডল ওরফে
বুধোর ছেলে ইদ্রিস আলী (৫০) পালিয়েছে। র্যাব-১২, বগুড়া ক্যাম্প জানায়, শুক্রবার
সন্ধ্যায় র্যাব ১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা দুপচাঁচিয়ার বিশা গ্রামে অভিযান চালিয়ে
উপরোক্ত দুই মাদক ব্যবসায়ীকে ৩১০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা মাদক ব্যবসায়ী।