জাহিদ হাসান সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুর্ব মালিপাড়া গ্রামে শনিবার সকালে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুস ছালাম (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিন সন্তানের জনক নিহত সালাম পুর্ব মালিপাড়া গ্রামের মহির মোল্লার ছেলে।
প্রত্যক্ষ্যদর্শী ও পারিবারিক সুত্রে জানা যায়, আব্দুস ছালাম শনিবার সকাল ১১ টার দিকে বাড়ীর পাশে চাষের জমিতে নিজের সেচপাম্পে পল্লীবিদ্যুতের সংযোগ দিতে যান। এ সময় সুইচ অন করার সাথে সাথেই সেচপাম্পের টিউবওয়েল বিদ্যুতায়িত হয়ে যায়। তিনি বিদ্যুতায়িত টিউবওয়েলটি স্পর্শ করলে মুহুর্তেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে সারষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার সময় পথে মারা যায়।