মোঃ আতাউর রহমান সানি
নারায়নগঞ্জ প্রতিনিধি ঃ নারায়নগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মহিলা কাউন্সিলর আছমা বেগম পারিবারিক কলহের জের ধরে গলায় ফাসঁ দিয়ে আত্মহত্যা চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে তারাব পৌরসভার বরপা এলাকায়।
এলাকাবাসী জানায়, তারাব পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আছমা বেগমের সাথে তার বাবা আনোয়ার আলী মেম্বারের জমি-জমা নিয়ে তার অপর ৮ বোনের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে আছমার বোন নাছিমা ও মাহমুদার সাথে শনিবার রাতে ঝগড়া হয়। এসময় আছমার মা আছমাকে সবার সম্মুখে একটি চর-থাপ্পর মারেন। রাগে অভিমানে আছমা বেগম ঘরের গিয়ে ফ্যানের সাথে ফাসিঁতে ঝুলে পড়েন। বিষয়টি টের পেয়ে লোকজন কুড়াল খিয়ে ঘরের দরজা ভেঙ্গে আছমাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করলে জীবনে রক্ষা পায় আছমা। ঘটনাটিতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।