মো. আখলাকুজ্জামান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর উপজেলায় বন্যা বা ভারী বর্ষণ না হলেও কাঁচা মরিচের জমি বর্ষায় ডুবে
যাওয়ার দোহাই দিয়ে উপজেলার সর্বত্র ১০০ টাকা কেজির কাঁচা মরিচ ২০০ টাকা কেজি দরে বিক্রি
করছেন সুবিধাভোগী ব্যবসায়ীরা।
উপজেলার অন্যতম কমার্শিয়াল এলাকা চাঁচকৈড় মোকাম ছাড়াও নাজিরপুর, বিয়াঘাট, খুবজীপুর,
মশিন্দা, ধারাবারিষা ও চাপিলা ইউনিয়নের প্রতিটি হাট-বাজারে গিয়ে দেখা যায়,- পবিত্র ঈদের
বাহানা করে শুকনা মরিচ ব্যবসায়ীরা কেজি প্রতি ৪০ টাকা বাড়িয়ে ২৪০ টাকা করে বিক্রি করছেন।
আর কাঁচা মরিচ ব্যবসায়ীরা ১০০ টাকার স্থলে দ্বিগুন দাম বাড়িয়ে ২০০ টাকা কেজি দরে বিক্রি
করছেন। এতে করে ক্রেতারা হতাশ হয়ে পড়েছেন। কাঁচা মরিচের পরিবর্তে শুকনা মরিচ কিনে পুষিয়ে
নিচ্ছেন তাদের আর্থিক লেনদেন।
এ ব্যাপারে বাজার মনিটরিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর করিম জানান,- ঈদের মধ্যে
বাজার মনিটরিং করা দূরুহ ব্যাপার, তবে কিছু কিছু সুবিধাভোগী ব্যবসায়ীরা ক্রেতাদের সাথে
প্রতারণা করে পন্যের দাম বাড়াতেই পারে। তবুও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।