সাইফুল ইসলাম তালুকদার,হবিগঞ্জ থেকেঃ
হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রপাতে দুই ব্যক্তি নিহত হয়েছে।
সোমবার বিকেল ৩ টার দিকে নবীগঞ্জ উপজেলার কারগাও ইউনিয়নে বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার সাকুয়া গ্রামের ইছহারুল হকের ছেলে জাবেদ মিয়া ও দূর্গাপুর গ্রামের হরিচরণ দাশের ছেলে কৃষ্ণ গোপাল দাশ।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, সোমাবার দুপুরে জাবেদ মিয়া ও কৃষ্ণ গোপাল দাশ বাড়ির পার্শ্ববর্তী হাওরে ধান ক্ষেতে কাজ করতে যায়। এসময় বজ্রপাত শুরু হলে তারা দুইজন গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনজার্চ (ওসি) আব্দুল বাতেন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, বজ্রপাতে নিহত দুই ব্যক্তির লাশ নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। পরিবারের লোকজন আসলে তাদের কাছে লাশ হস্তান্তর করা হবে।