সালেকিন মিয়া সাগর: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ১ টি রাইফেলের গুলি উদ্ধার করেছে পুলিশ।জানা গেছে কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের তেঁতুলতলা পাড়ার একটি মাচার সামনে একটি রাইফেলের গুলি দেখতে পাই গ্রামের কয়েকজন ব্যাক্তি পরে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে খবর দিলে এ এস এই মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে গুলিটি উদ্ধার করে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।গুলিটি আসলে কিভাবে এখানে আসলো আর কারাই বা একাজটি করেছে তা বলতে পারেনি গ্রামের লোকজন।তবে অনেকে মন্তব্য করতে গিয়ে জানান হয়তোবা গ্রামে আতঙ্ক সৃষ্টির জন্য এমনটি কেউ করতে পারে।এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জিয়াউল হকের সাথে উদ্ধারকৃত গুলির বিষয়ে তথ্য জানতে চাইলে তিনি আমাদের এ প্রতিবেদক কে জানান আপনি এ এস আই মাহফুজের সাথে কথা বলেন উনি ভাল বলতে পারবেন।এ এস আই মাহফুজের সাথে কথা মুঠোফোনে কথা বললে তিনি জানান গুলিটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।ধারনা করা হচ্ছে গুলিটি থ্রী নট থ্রী রাইফেলের হবে।তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।কানাইডাঙ্গা গ্রামে গুলি উদ্ধারের পর থেকেই জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।পুলিশি তৎপরতার জোর দাবী জানিয়েছেন গ্রামবাসী সহ সচেতন মহল।