রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে বখাটে
লাথিতে ৩ মাসের অন্ত;সত্বা তাসলিমা মৃত্যুর সর্যা ও গর্ভের সন্তান মৃত্যুর
অভিযোগও পাওয়া গেছে। গুরুতর আহত তাসলিমা আক্তার লক্ষ্মীপুর সদর উপজেলার
শ্যামগঞ্জ গ্রামের মাসুদ আলমের স্ত্রী এবং রামগঞ্জ উপজেলার রসুলপুর
গ্রামের হতদরিদ্র হাসমত উল্যাহর মেয়ে।
জানাযায়, তাসলিমা আক্তার স্বামী মাসুদ আলমকে নিয়ে শশুরালয় শ্যামগঞ্জ
থেকে রসুলপুর গ্রামে পিত্রালয় বাড়ি আসার পথে রসুলপুর ওয়াপদা সড়কে
রোববার বিকেলে বখাটে মুরাদ দেলোয়ার,আলম,জামশেদআলম মাসুদকে মারধর
করে তাসলিমার শ্লীতাহানির চেষ্টা করে। এ সময়ে চিৎকার করলে বখাটেরা ৩
মাসের অন্ত:সত্বা তাসলিমার পেটে লাথি ও কিল গুষি দিয়ে আহত করে ।
তাসলিমার গলায় থেকে ১ ভরি ওজনের স্বনের চেইনও নিয়ে যায়। প্রত্যক্ষদশীরা
আহত তাসলিমা আক্তার ও তার শ্বামী মাসুদ আলমকে উদ্ধার রামগঞ্জ সরকারী
হাস পাতালে ভর্তি করে।
হাসপাতালে কর্মরত ডাক্তার নাজমুল হক জানান,তাসলিমা অবস্থা আশ্যংকা ও
গর্ভে শিশু জীবিত অনিশ্চিত ।
তাসলিমার বাবা হাসমত উল্যাহ জানান, সৃষ্ট ঘটনায় মোহাম্মদীয়া ফাঁড়ী
থানায় দক্ষিন কালিকাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে মুরাদ হোসেন,হজর
আলীর ছেলে দেলোয়ার হোসেন,হাসমত উল্যাহ ছেলে আলম ও দক্ষিন হাসিমপুর
গ্রামের হারুনুর রশিদ ছেলে জামশেদ আলমের বিরুদ্ধে অভিযোগ দায়ের
করেছি।
ফাঁড়ী থানার ইনচার্জ এস আই ফরিদ উদ্দিন জানায়, অপরাধীদেরকে
আটকের চেষ্টা চলছে। তাসলিমা ডাক্তারী পরীক্ষা রিপোর্ট অনুযায়ী মামলা
রুজু হবে।