পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছায় ২০নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তির্ণ এলাকা
প্লাবিত হয়েছে। সোমবার দুপুরে জোয়ারের প্রবল স্রোতে নড়াটু নামকস্থানে
ভয়াবহ ভাঙ্গনের ঘটনা ঘটে। এতে ৫টি গ্রামের বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, পূর্ণিমার প্রভাবে স্থানীয় নদ-নদীতে
জোয়ারের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। যার ফলে নড়ানদীর প্রবল স্রোতে সোমবার
দুপুরের দিকে লতা ইউনিয়নের নড়ানদীর নড়াটু নামকস্থানে পানি উন্নয়ন
বোর্ডের ২০নং পোল্ডারের ওয়াপদার বেড়িবাঁধ কয়েক ফুট ভেঙ্গে নদীগর্ভে চলে যায়।
এতে নদীর পানি পোল্ডার অভ্যান্তরে প্রবেশ করে আসান নগর, গোয়াছবা,
রেখামারী, হানিরআবাদ, রাধানগরসহ ৫টি গ্রামের চিংড়ি ঘের সহ বিস্তির্ণ
এলাকা প্লাবিত হয়। পরে স্থানীয় এলাকাবাসী স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বিকল্প
বেড়িবাঁধ দিয়ে এলাকাকে রক্ষা করে। তবে ভাঙ্গন কবলিত এলাকায় টেকসই এবং
স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবী জানিয়েছেন এলাকাবাসী।