পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥
পাইকগাছা থানা ও পৌর বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল ও দেলুটি
ইউনিয়নে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণের মূল্যায়ন সভা এবং ঈদ পূনর্মিলনী
অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে পৌর বিএনপি’র আহবায়ক
এ্যাডঃ জিএম আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
থানা বিএনপি’র আহবায়ক ডাঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক
ইউপি চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু, বিএনপি নেতা সরদার আব্দুল
মতিন, আসলাম পারভেজ, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, ইউপি
চেয়ারম্যান এসএম এনামুল হক, সাংবাদিক আলাউদ্দীন রাজা, প্যানেল মেয়র এসএম
ইমদাদুল হক, আব্দুল মজিদ গোলদার, সেলিম রেজা লাকী, কাউন্সিলর কামাল আহম্মেদ
সেলিম নেওয়াজ। আবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, এসএম নাজির
আহম্মেদ, আমিনুল ইসলাম বাহার, সন্তোষ গাইন, তুষার কান্তি মন্ডল, প্রণব
কান্তি মন্ডল, প্রভাষক ইকবাল হোসেন, সাইফুল ইসলাম তারিক, সরদার তোফাজ্জেল
হোসেন, আনোয়ারুল কাদির, আতাউর রহমান, মোস্তফা মোড়ল, স ম আব্দুল
জব্বার, তৌহিদুজ্জামান মুকুল, রফি সরদার, এসএম মোহর আলী, সাত্তার মোড়ল,
এসএম টুকু, সাজ্জাদ আহম্মেদ মানিক, আজহারুল সানা, রাজিব নেওয়াজ, আবু
তালিব, মশিউর রহমান মিলন, আবু হানিফ, আছাদুজ্জামান খোকন, হারুণ সরদার,
ইসরাফিল আহম্মেদ, রাসেল সানা, আব্দুর রাজ্জাক, আজহারুল গাজী, আবু মুছা,
আব্দুর রশিদ, মতলেব গাজী, ইউনুছ মোল্লা, ফসিয়ার রহমান শৈয়েবুর রহমান বাবু,
মোঃ সুজায়েত, বাবুল সরদার, মিজান, ফরহাদ হোসেন, মুক্ত ও নূর আলী।