জাহিদ হাসান। জামালপুর প্রতিনিধিঃজামালপুরের সরিষাবাড়ীতে সন্ত্রাস ও জঙ্গীবাদ,বাল্য বিবাহ,ইভটিজিং মাদক প্রতিরোধ,আইন শৃংখলা রক্ষা সহ বাজারের সার্বিক উন্নয়ন সাধন করার জন্য চার শতাধিক ব্যাবসায়ী অঙ্গীকার করেছেন।গতকাল বুধবার উপজেলার ভাটারা বাজার নিরাপত্তা পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় এ অঙ্গীকার করেছেন ব্যাবসায়ীরা।
চার শতাধিক ব্যাবসায়ীরা তাদের দোকান পাট বন্ধ করে মতবিনিময় সভায় অংশ নেন।ফলে স্থানীয় ক্রেতা বিক্রেতা বিপাকে পডেন।
মতবিনিময় সভায় ভাটারা বাজার নিরাপত্তা পরিষদের সভাপতি রেজাউল করিম ভূইয়া স্বাগত বক্তব্য রাখেন।এতে প্রধান অতিথি হিসেবে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম খান উপস্থিত ছিলেন।বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মনির উদ্দিন,ভাটারা স্কুল এ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল,নিরাপত্তা পরিষদের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রফিক,প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক হারুন-অর রশীদ হোমা,প্রভাষক আবু হাসান বাবু,মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মজনু,নিরাপত্তা পরিষদের সাবেক সভাপতি ওয়ারেস আহাম্মেদ,সু-কল্যাণ,ভাটারা ইউপি যুবলীগের সভাপতি মামুনুর রশীদ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি হাবিবুর রহমান শিশির প্রমুখ বক্তব্য রাখেন।ব্যাবসায়ীদের নিকট ভাটারা ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল উক্ত বিষয়ে সম্মতি চাইলে ব্যাবসায়রিা হাত তুলে এ অঙ্গীকার করেন