ঝিনাইদহ প্রতিনিধিঃ
গতকাল শনিবার বেলা ১১ টায় ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের
শিশুনিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘মা’ সমাবেশ কর্মসূচি
অনুষ্ঠিত হয়। ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এর অর্থায়নে এইড ফাউন্ডেশন এর
ড্রিম প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
এস.এম.সি’র সভাপতি আলি বকস ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশন এর ড্রিম
প্রকল্পের সমন্বয়কারী শাহাব উদ্দীন আহমেদ। এছাড়া সদর উপজেলা অধিকার
মঞ্চের নির্বাহী সদস্য রবিউল ইসলাম,ইউনিয়ন চাষী ফেডারেশনের সভাপতি
সিরাজুল ইসলাম, মুল্যবান আলোচনা করেন। স্বাগতঃ বক্তব্য রাখেন প্রধান
শিক্ষক মিজানুর রহমান ।
“শিক্ষিত মা এক সুরভিত ফুল প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” এই
শ্লোগানকে সামনে রেখে ‘মা’ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত
ছিলেন বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীবৃন্দ। ‘মা’ সমাবেশ পরিচালনা করেন আত্র
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়ারুল ইসলাম। ‘মা’ সমাবেশ শেষে গান্ন
চাষী ক্লাব পরিদর্শন করা হয়।
‘মা’ সমাবেশে প্রধান অতিথি এইড ফাউন্ডেশন এর ড্রিম প্রকল্পের
সমন্বয়কারী শাহাব উদ্দীন আহমেদ মায়েদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক
আলোচনা করেন।সার্বিক ভাবে সহযোগিতা করেন তৌহিদুর রহমান
ডিটো ও ময়না খাতুন। একুশ সেপ্টেম্বর একই কর্মসূচী কালিচরনপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।