পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় ইট ভাটার দাদনের টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা
ঘটেছে। এতে পিতা-পুত্র সহ উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছে। আহতদের উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাগেছে, উপজেলার রাড়–লী গ্রামের ভাটা শ্রমিক সর্দার শহীদুল মিস্ত্রী
একই এলাকার সিদ্দিক মিস্ত্রী ও তার ছেলে আজিজুলকে ভাটায় যাওয়ার জন্য ৩৪
হাজার টাকা দাদন দেয়। দাদন দেয়ার পরও ভাটায় যাওয়া নিয়ে সিদ্দিক ও তার ছেলে
গড়িমসি করলে এনিয়ে শুক্রবার সকাল ৯টার দিকে শহীদুলের সাথে সিদ্দিকদের কথা
কাঁটাকাটি হয়। কথা কাঁটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে মারপিট ও
সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শহীদুল (৫৫) ও তার ছেলে রিপন (২২) সহ উভয় পক্ষের
কয়েকজন আহত হয়। আহতদের মধ্যে দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।