লক্ষ্মীপুর প্রতিনিধি :
আদালত রায় পাওয়ার পরও একাধিক অজুহাতে রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও
গ্রামের বরুনচন্দ্র দাসের মালিকীয় সম্পত্তিতে ইমারত নির্মানে
প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দুষ্কৃতি মহল।
সৃষ্ট ঘটনায় রোববার দুপুরে নোয়াগাঁ দুর্গা বাড়িতে সংবাদ সন্মেলন
করা হয়েছে।
সংবাদ সন্মেলনে বরুনচন্দ্র দাস বলেন, দুর্গা বাড়ির রামপ্রসাদ গং থেকে
ওই বাড়ির ১৯ শতক সম্পত্তি ২৫ বছর আগে তিনি ক্রয় করে। ক্রয়কৃত
সম্পত্তিতে ইমারত নির্মান কালে একই বাড়ির সুবলচন্দ্র দাস নামে ব্যক্তি
ওই সম্পত্তির ওয়ারিশ দাবী করে গত ১৬ই সেপ্টেম্ভর তারিখে আদালত
নিষেধাঙ্গাও জারী করে। সম্পত্তির কাগজপত্র যাছাই করে গত ১৯ই সেপ্টেম্ভর
আদালত বরুনচন্দ্র দাসের পক্ষে রায় প্রদান করে এবং তাকে ওই সম্পত্তিতে
ইমারত নির্মানে আদেশ দেন। আদেশ পেয়ে রোববার সকালে বরুনচন্দ্র দাস
ইমারত নির্মান কালে সুবলচন্দ্র দাস ভাড়াটে মাস্তান দিয়ে অস্ত্রের ভয়
দেখিয়ে নির্মান শ্রমিকদেরকে মারধর করে।
ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহেল পাটোয়ারী জানায়, বাদী সুবলচন্দ্র দাসের
সাথে বরুনচন্দ্র দাসের ক্রয়-বিক্রয় কিংবা ওয়ারিস সম্পর্ক নেই। ইউপি
পরিষদ,থানা ও আদালত একাধিকবার বরুনচন্দ্র দাসের পক্ষে রায় হয়।
থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ তোতা মিয়া জানায়, আদালত
আদেশ মোতাবেক বরুনচন্দ্র দাসকে ইমারত নির্মানে আদেশ দেওয়া হয়।