হেলাল শেখঃ-ঢাকা
রাজধানীর মহাখালী এলাকায় বন ভবনে ও যাত্রাবাড়ীতে কয়েল কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল
৬টার দিকে প্রথমে যাত্রাাবাড়ীতে কয়েল কারখানায় আগুন লাগে। এর পর বেলা ১১ টার দিকে মহাখালীতে অগ্নিকান্ডের
ঘটনা ঘটে।
মহাখালীর অগ্নিকান্ডের ব্য্যাপারে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহাজাদী সুলতানা বলেন, সোমবার বেলা ১১
আগে আগুন লাগার খবর পেয়ে ৪টি ইউনিট ঘটনাস্থলে পাঠিয়েছেন তিনি। ওই ভবনের সেলিম ও মমিনসহ কয়েকজন ব্যক্তি
জানান, ৫ম তলায় ধোঁয়া দেখে আমরা ভবন থেকে বের হয়ে আসি। ভবনের অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে কয়েকজন ভবনের
ভিতরে গেছে দেখার জন্য। ঠিক কিভাবে আগুন লেগেছে বোঝা যাচ্ছে না।
জানা গেছে, সোমবার সকাল ৬ টার দিকে ঢাকার যাত্রাবাড়ীতে একটি কয়েল কারখানায় আগুন লাগে। এ ব্যাপারে ফায়ার
সার্ভিস নিয়ন্ত্রণ কর্মকর্তা আতিকুল আলম সাংবাদিকদের জানান, ২ টি ইউনিট সেখানে দেড় ঘন্টার চেষ্টায়
সকাল ৮টার দিকে আগুন নেভায়। পৃথক এই ২টি অগ্নিককান্ডের ঘটনায় প্রাথমিকভাবে কেনো হতাহত হওয়যার খবর
পাওয়া যায়নি।